অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে সৌদি খেজুরের বাগান

0
145
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(২২ জানুয়ারী): দেশের মাটিতে সৌদি খেজুরের অপার সম্ভাবনা দেখানো ময়মনসিংহের ভালুকার সেইখেজুরবাগানের জমির মালিকানা হঠাত্ দাবি করে বসেছে বন বিভাগএর পর থেকেপুলিশি হয়রানির ভয়ে শ্রমিকেরা বাগানে কাজ করতে আসছেন নাএতে অযত্নে নষ্টহয়ে যাচ্ছে বাগানটি
১৭ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, মোতালেবের বাগানেকোনো শ্রমিক নেইবেশ কিছু গাছের পাতা পুড়ে বিবর্ণ হয়ে গেছে৩০টির মতোমাঝারি আকৃতির চারাগাছ উপড়ে ফেলতে হয়েছেমোতালেব জানান, উপড়ে ফেলা গাছগুলোঅযত্নে নষ্ট হয়ে গেছেতাই তুলে ফেলা হয়েছে
নাম প্রকাশে অনিচ্ছুকস্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, কাদিগর বিট কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ৫জানুয়ারি ভালুকা মডেল থানার পুলিশ এসে নানারকম ভয় দেখায়এর পর থেকেশ্রমিকেরা বাগানে কাজ করতে আসছেন নাখোঁজ নিয়ে জানা গেছে, উপজেলারহবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও মৌজার ১০৩৭ দাগের এক একর ৩২ শতক জমি নিয়ে ২০০১সালে খেজুরবাগান করেন মোতালেব১২ বছর বন বিভাগ কোনো বাধা দেয়নিগতনভেম্বরে দর্শনার্থীদের জন্য একটি ফটক ও দুটি বিশ্রামাগার নির্মাণ করতেচাইলে বন বিভাগের প্রথম বাধা আসে৪ জানুয়ারি কাদিগর বিট কর্মকর্তারঅভিযোগের ভিত্তিতে ৫ জানুয়ারি ভালুকা মডেল থানার পুলিশ মোতালেবের বাগানেরসব ধরনের স্থাপনার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়বর্তমানে স্থাপনার কাজ বন্ধরয়েছে
থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, মোতালেব হোসেনের বিরুদ্ধেবন বিভাগের জমির ওপর পাকাঘর নির্মাণের অভিযোগ রয়েছেতিনিসহ ১৫-২০ জনসন্ত্রাসী বন বিভাগের বিট কর্মকর্তা ও কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীরওপর হামলার চেষ্টা করেছিলেনএর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দেওয়া হয়সেইঅভিযোগের তদন্ত চলছে
তবে পাড়াগাঁও গ্রামের অনেকে বন কর্মকর্তার অভিযোগমিথ্যা বলে জানানআবদুস সামাদ বলেন, ৬০ বছর ধরে এই এলাকার মানুষ জমিতেবসতবাড়িসহ দোকানপাট নির্মাণ করছেকোনো দিন কেউ বাধা দেয়নি
জানতে চাইলেকাদিগর বিটের কর্মকর্তা আবু সাঈদ মিয়া জানান, পাড়াগাঁও মৌজার সত্তর ভাগেরবেশি জমি ১৯২৭ সালের গেজেটভুক্ত বনভূমিসীমানা নির্ধারণ না করায় সবাই জমিভোগ করছেবনের জমিতে কাউকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না
সরেজমিনেদেখা গেছে, মোতালেবের বাগান থেকে ১০০ গজ দূরে পাকাবাড়ির নির্মাণকাজ চলছেকিন্তু সে বাড়ি নির্মাণে বন বিভাগ এমনকি পুলিশ কোনো বাধা দেয়নি
প্রসঙ্গত, ৪ জানুয়ারি প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ দেশের মাটিতে সৌদি খেজুরের অপারসম্ভাবনাশিরোনামে শুত্রুবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়

 

নিউজরুম

 

শেয়ার করুন