কী গুণ আছে হারবালের?

0
210
Print Friendly, PDF & Email

২২ জানুয়ারী : রূপচর্চায় প্রাকৃতিক ভেষজ উপাদানের কদর হয়েছে যুগে যুগেএখনো রূপসচেতন নারী-পুরুষেরা সৌন্দর্যচর্চায় সবার আগে বেছে নিতে চান ভেষজ বা হারবাল প্যাকরূপবিশেষজ্ঞদের পছন্দের তালিকায় হারবাল উপাদান সব সময়ই প্রথমএমন কী গুণ আছে হারবালের? হারমনি স্পার প্রধান রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানার পছন্দের হারবালগুলোতেই না-হয় চোখ বুলিয়ে বুঝে নিনকেনটির কী গুণ জানিয়ে দিয়েছেন তিনিই

অ্যালোভেরা বা ঘৃতকুমারী
অ্যালোভেরায় মূলত শাঁস ব্যবহার করা হয়এটি ত্বক ও চুল ভালো রাখে, তবে ত্বকে সরাসরি ব্যবহার করা ঠিক নয়এর ফলে চুলকানি বা অ্যালার্জি হতে পারেকোনো উপযুক্ত মাধ্যমের সাহায্যে ব্যবহার করলে অ্যালোভেরা জাদু দেখাতে পারেশুষ্ক ত্বকে অ্যালোভেরায় দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করা ভালোতৈলাক্ত ত্বকে শুধু মধু যোগ করতে পারেনচুলে সরাসরি লাগানো যায়এক ঘণ্টা রাখলে চুল পড়া কমবে, নতুন চুল গজাতে সাহায্য করবেঅ্যালোভেরা স্বাস্থ্যের জন্যও ভালো

হরীতকী
আগের দিনে নবজাতকের চোখে হরীতকীর কাজল লাগানো হতোবিশ্বাস ছিল, এতে করে তার চোখের গঠন সুন্দর হবে, চোখ বড় হবেভেষজের মধ্যে হরীতকীর গুরুত্ব অনেকহরীতকীর ভেজানো নরম শাঁস ত্বকের দাগ দূর করতে সাহায্য করেএর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট আছে প্রচুরত্রিফলার মধ্যে হরীতকী অন্যতম উপাদানস্বাস্থ্যের যত্নে এর অবদান নতুন করে কিছু বলার আছে কি?

আমলকী
আমলকীতে সব ধরনের স্বাদ আছেতাই তো এটি চ্যবনপ্রাসের মূল উপাদানআমলকী ত্বক ও চুলের যত্নে অসাধারণএর আছে অ্যান্টি-এজিং বা বয়স প্রতিরোধক ক্ষমতাআমলকীর পেস্টের সঙ্গে তিলের তেল মেখে মুখে ঘষলে রিংকল বা বয়সের ভাঁজ কম দেখায়রিংকল কমাতে আমলকীর ক্রিমও ব্যবহার করতে পারেনএ জন্য আধা কাপ আমলকীর শাঁসের পেস্ট, ২৫০ গ্রাম তিলের তেল, দুই টেবিল-চামচ মৌমাছির মোম প্রথমে চুলায় জ্বাল দিয়ে নিতে হবেতারপর ছেঁকে নিয়ে ঠান্ডা হয়ে এলে এক টেবিল-চামচ মধু মেশাতে হবেএই ক্রিম প্রতিদিন কিছুক্ষণ ব্যবহার করতে হবে

তুলসী
সর্দি, কাশি বা ঠান্ডা প্রতিরোধে তুলসীর কোনো তুলনা নেইএকই সঙ্গে এটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করেরূপচর্চায় তুলসী মূলত ব্যবহার করা হয় মেছতা তোলার কাজেএ জন্য প্রতিদিন ২০ মিনিট মেছতার ওপর তুলসী বেটে লাগিয়ে রাখতে হয়তুলসীর রস প্রতিদিন পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

মেথি
চুলের ও ত্বকের হারবাল উপাদান হিসেবে মেথির কোনো তুলনা নেইমেথি গুঁড়ো করে ব্রণের ওপর লাগালে ব্রণ কমেচুল নরম ও ঝলমলে করেমেথি ভেজানো পানি পান করলে ডায়াবেটিসের রোগীদের উপকার হয়কারণ, মেথি ব্লাড সুগার কমাতে সাহায্য করে

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন