বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ জানুয়ারী): সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের আয়োজনে শুরু হচ্ছে ফেসবুক ‘হ্যাকার কাপ ২০১৩’ প্রতিযোগিতা। এতে ফেসবুক ব্যবহারকারী যে কেউ নিবন্ধনেরমাধ্যমে অংশ নিতে পারবেন। ২০১১ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় চলতিবছরের নিবন্ধনের শেষ তারিখ ২৭ জানুয়ারি।
বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেরা হ্যাকার পাবেন ১০ হাজার ডলার পুরস্কার।
বিশ্বব্যাপীকম্পিউটার প্রোগ্রামারদের জন্য ফেসবুকের আয়োজনে অনুষ্ঠিত ফেসবুক হ্যাকারকাপ (www.facebook.com/hackercup) বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা।নিবন্ধন করতে হবে www.facebook.com/hackercup/register ঠিকানার ওয়েবসাইটে।গত বছর এ প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রায় ৮ হাজার হ্যাকার অংশনিয়েছিলেন। যেখানে হ্যাকাররা অ্যালগরিদমের সমাধানে পারস্পরিকপ্রতিদ্বন্ধিতা করে থাকেন। প্রতিযোগিতার অনলাইনে প্রাথমিক বাছাই পর্বঅনুষ্ঠিত হবে ২৫ জানয়ারি এবং ১৫ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিতহবে আগামী ২২ ও ২৩ মার্চ।
মূলত প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হয়।অনলাইন প্রিলিমিনারি কোয়ালিফিকেশন পর্বে নির্বাচিত ২৫ জন যুক্তরাষ্ট্রেরক্যালিফোর্নিয়ার ফেসবুক প্রধান কার্যালয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণেরসুযোগ পাবেন।
নিউজরুম