মানুষের পরিচয় গড়ে দিচ্ছে ইন্টারনেট

0
180
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২২ জানুয়ারী): বিশ্বায়নের এ যুগে নিজের নাম, দেশ, পরিচয়ের দেয়াল ভেঙে দিয়েছে ইন্টারনেটনতুন করে মানুষের আত্মপরিচয় গড়ে দিচ্ছে ইন্টারনেটযুক্তরাজ্যের গবেষকেরা এতথ্য জানিয়েছেনখবর বিবিসি অনলাইন-এর
যুক্তরাজ্যের গবেষক স্যার জনবেডিংটনের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওঅনলাইন গেমের কারণে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছেআত্মপরিচয় সম্পর্কেপ্রথাগত ধারণা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে আর তৈরি হচ্ছে নতুন আত্মপরিচয়
গবেষকবেডিংটনের ভাষ্য, অনলাইনভিত্তিক মানুষের এই নতুন বৈশিষ্ট্য ইতিবাচকতবেএতে মানুষ সামাজিকভাবে পরস্পরের কাছ থেকে দূরে চলে যেতে পারে বলেই তাঁরআশঙ্কাঅনলাইনভিত্তিক মানুষের এ ব্যক্তিস্বাতন্ত্র্যতাকে ইতিবাচক ভাবেকাজে লাগানোর পক্ষপাতী তিনিসামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাজেইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেই মনে করেন যুক্তরাজ্য সরকারের প্রধানগবেষক

 

নিউজরুম

 

শেয়ার করুন