বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): শাহরুখ খান সাফ জানিয়ে দিলেন, এ বছর থেকে আর যেখানে-সেখানে কৌতুক করবেন না।বিশেষ করে সংবাদ সম্মেলনগুলোয় তো একেবারেই নয়! কেন? শাহরুখ বললেন, ‘চলচ্চিত্র সাংবাদিকেরা কেবল প্রতিবেদনই লেখেন না, কল্পনাপ্রসূত গল্প লেখেনভালো, যেগুলোর অধিকাংশই খুব অপমান ও লজ্জাজনক। কয়েক দিন আগে এক সংবাদসম্মেলনে আমাকে প্রশ্ন করা হলো, বলিউডের চার খান (না, আসলে পাঁচ হবে, কারিনাও তো এখন খান!) একে অপরের সুখী জীবনে বাগড়া দিতে কেমন পরিশ্রম করছেন? মজা করে উত্তর দিয়েছিলাম আমি। কিন্তু হলো উল্টো ঘটনা। তাই এসব জায়গায়ঠাট্টা করা বন্ধ করে দিয়েছি।’ মিড-ডে।
নিউজরুম