চারবার পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন বিদ্যা বালান

0
219
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): ফিল্মফেয়ার পুরস্কারে পরপর চারবার পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন বিদ্যাবালানএর আগে তিনি পা (২০০৯), ইশকিয়া (২০১০) ও দ্য ডার্টি পিকচার (২০১১)ছবির জন্য এ পুরস্কার জিতেছিলেনআর এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারপেয়েছেন কাহানির জন্যগত রোববার রাতে ভারতের মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতেঅনুষ্ঠিত হলো ৫৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
এবার সর্বোচ্চসাতটি পুরস্কার পেয়েছে বরফিতৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কারপেয়েছেন রণবীর কাপুর (বরফি)ছবিটি শ্রেষ্ঠ পরিচালক (সুজয় ঘোষ) ছাড়াওকাহানি এবার শব্দগ্রহণ, সম্পাদনা এবং চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার পেয়েছেবরফি ছবির জন্য প্রীতম সংগীত পরিচালক এবং আবহসংগীতের জোড়া পুরস্কারপেয়েছেনএকই ছবির জন্য ইলিয়েনা ডি ক্রুজ সেরা নবাগত অভিনেত্রী এবং ভিকিডোনার ছবির জন্য আয়ুষ্মান খুরানা সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেনআয়ুষ্মান এ ছবির পানি দাগানটি গেয়ে সেরা গায়ক আর ইশাকজাদে ছবিরপারেশানগানের জন্য শালমালি খোলগাড়ে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেনআর ডি বর্মন পুরস্কারপেয়েছেন নিতি মোহনযব তক হ্যায় জান ছবির জন্যআনুশকা শর্মা সেরা পার্শ্ব অভিনেত্রী ও ভিকি ডোনার ছবির জন্য আন্নু কাপুরসেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেনসমালোচকদের রায়ে এবার সেরাচলচ্চিত্র গ্যাংস অব ওয়েসিপুর, একই ছবির জন্য রিচা চাড্ডা সেরা অভিনেত্রীএবং পান সিং তোমার ছবির জন্য ইরফান খান সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন
আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে প্রয়াত নির্মাতা যশ চোপড়াকেঅনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহরুখ খান ও সাইফ আলী খান

 

নিউজরুম

 

শেয়ার করুন