সন্তানকে সঙ্গে নিয়েই কাজ করতে হচ্ছে

0
172
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(২২ জানুয়ারী): বাঁধন, আপনি একসময় বলেছিলেন বাচ্চা ছোটতাই কোনো ধারাবাহিকে কাজ করবেন নাএখন দেখছি মেগা ধারাবাহিকে অভিনয় করছেন
সিদ্ধান্তটিএকেবারে হুট করেই নেওয়া হয়েছেপরিচালক জুয়েল মাহমুদ যখন আমার কাছে এসএটিভির আকাশ মেঘে ঢাকা নাটকে অভিনয়ের প্রস্তাব নিয়ে এলেন, তখন আমি তাঁকেকিছু শর্ত দিইতিনি শর্তগুলো মেনে নেন, আমিও রাজি হয়ে যাই
অভিনয়ের জন্য শর্ত?
আমারমেয়ে সায়রার বয়স এখন এক বছর তিন মাসওর দেখাশোনা, খাবারখাওয়ানোসবকিছু এখনো আমিই করছিতাই আমার অন্যতম শর্ত হলো, শুটিংয়ের সময়সায়রা আমার সঙ্গে থাকবেআর অন্যগুলো আমার কাজসংক্রান্ত
শট দেওয়ার সময় যদি বাচ্চা কান্না শুরু করে?
তখনশট ছেড়ে বাচ্চার কাছে ছুটে যাইব্যাপারটি ইউনিটের সবাই এবং আমার সঙ্গেরশিল্পীরা বেশ সহানুভূতির সঙ্গে দেখেনতাই কাজটা করতে পারছিসবকিছুর আগেআমার মেয়ে
একসময় আপনাকে প্রশ্ন করলেই পড়াশোনা আর পরীক্ষার দিকটিকে খুব গুরুত্ব দিতেনএখন আবার সন্তানকে সঙ্গে নিয়েই কাজ করতে হচ্ছে
অভিনয়টা আমার নেশাবাচ্চার জন্য তো অনেক দিন অভিনয় থেকে দূরে থেকেছিবাচ্চা যেহেতু সঙ্গে থাকে, তাই কাজে ভালোভাবে মন দিতে পারি
আপনি চিকিত্সক হয়েছেনওটার কী খবর?
আমি পড়াশোনা করেছি ডেন্টাল কলেজেআমার বন্ধু সুরাইয়ার সঙ্গে চেম্বার করবএমনটাই পরিকল্পনা আছে
তার আগে তো একজন অভিজ্ঞ চিকিত্সকের সঙ্গে কিছুদিন কাজ করা উচিত
হ্যাঁ, আমিও তা-ই ভেবেছিমাস তিনেকের মধ্যেই একজন জ্যেষ্ঠ অধ্যাপকের অধীনে কাজ শুরু করব

 

নিউজরুম

শেয়ার করুন