সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

0
245
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জ (২২জানুয়ারী) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুকড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দশজন আহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ-নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ  জানান, রাতে ঢাকা থেকে রাজশাহীগামী লবন বোঝাই একটি ট্রাকের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ওয়েস্টার্ন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় আহত হন আরও দশজন।আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজরুম

শেয়ার করুন