স্পোর্টস ডেস্ক(২২ জানুয়ারী): ভেনাস উইলিয়ামস, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ, আনা ইভানোভিচদের পথ ধরে কাল চতুর্থরাউন্ড থেকে ছিটকে পড়লেন আরেক সাবেক এক নম্বর। তাই বলে ক্যারোলিন ওজনিয়াকিরহারটাকে অঘটন বলাও যাচ্ছে না। তিনি যে হেরে গেছেন দুবারের গ্র্যান্ডস্লামজয়ী সভেত্লানা কুজনেতসোভার কাছে! কোয়ার্টার ফাইনালের পথে কুজনেতসোভাজিতেছেন ৬-২, ২-৬, ৭-৫ গেমে।
ব্যতিক্রম বলতে ওজনিয়াকির হারটাই। নয়তো কালঅস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম দিনটি ছিল ফেবারিটদেরই। রজার ফেদেরার, অ্যান্ডিমারে, ভিক্টোরিয়া আজারেঙ্কা, সেরেনা উইলিয়ামস—দাপুটে জয়েই ঠিকানা খুঁজেনিয়েছেন শেষ আটে। ফেদেরার তো আরও একবার সতর্কবার্তা পাঠিয়ে দিলেন পরবর্তীপ্রজন্মের কাছে। কানাডার ২২ বছর বয়সী মিলোস রায়োনিচকে হারাতে দুই ঘণ্টাসময়ও নেননি। ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে জিতে সুইস কিংবদন্তি উঠেছেন টানা৩৫তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে।
৩৫ সংখ্যাটির সঙ্গে কালআলিঙ্গন হয়েছে সেরেনারও। টানা নয়, ক্যারিয়ারের ৩৫তম বারের মতো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন সেরেনা। মারিয়া কিরিলেঙ্কোকে স্রেফ উড়িয়েদিয়ে ১৫টি গ্র্যান্ড স্লামজয়ী জিতেছেন ৬-২, ৬-০ গেমে। কোয়ার্টার ফাইনালটাওজিতে গেলে শেষ চারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আজারেঙ্কার মুখোমুখি হবেন সেরেনা।কোয়ার্টার ফাইনালে ওঠার পথে আজারেঙ্কাও পেয়েছেন সহজ জয়, রাশিয়ার ইলেনাভেসনিনার বিপক্ষে জিতেছেন ৬-১, ৬-১ গেমে। শেষ আটে আজারেঙ্কার প্রতিপক্ষকুজনেতসোভা, সেরেনার সামনে স্বদেশি স্লোয়ানে স্টিফেন্স। কাল সার্বিয়ারবোয়ানা ইয়োভানোভস্কিকে ৬-১, ৩-৬, ৭-৫ গেমে হারিয়েছেন ১৯ বছর বয়সীস্টিফেন্স।
ফ্রান্সের জাইলস সাইমনকে হারাতে ইউএস ওপেনজয়ী মারেকে একদমইবেগ পেতে হয়নি। জিতেছেন ৬-৩, ৬-১, ৬-৩ গেমে। আগের রাউন্ডে স্বদেশি গায়েলমনফিলসের বিপক্ষে পাঁচ সেটের এক ম্যারাথন লড়াই হয়েছিল সিমনের। সেই ধকলসামলাতে না পেরে কাল দ্রুতই ভেঙে পড়েন। ম্যাচ শেষে এই ফরাসি নিজেই আখ্যায়িতকরেছেন ‘দেড় ঘণ্টার যন্ত্রণাকর এক লড়াই’ বলে।
নিউজরুম