উত্তরায় সাড়ে ৫ কেজি সাপের বিষসহ আটক ৫

0
126
Print Friendly, PDF & Email

ঢাকা (২২জানুয়ারী : রাজধানীর উত্তরার আজমপুর থেকে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কেজি) সাপের বিষসহ ৫ জনকে র‌্যাব আটক করেছে। এই বিষের মূল্য প্রায় ১২ কোটি টাকা।সোমবার র‌্যাব-১০-এর অধিকায় লে. কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ফ্রান্সের রেড ড্রাগন কোম্পানির কোবরা (গোখরো) সাপের এই বিষ ছয়টি বয়ামে বাংলাদেশে আনা হয়। বিক্রির উদ্দেশে তা‍রা ক্রেতা খুঁজছিল।

শেয়ার করুন