ঢাকা (২২জানুয়ারী : রাজধানীর উত্তরার আজমপুর থেকে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কেজি) সাপের বিষসহ ৫ জনকে র্যাব আটক করেছে। এই বিষের মূল্য প্রায় ১২ কোটি টাকা।সোমবার র্যাব-১০-এর অধিকায় লে. কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, ফ্রান্সের রেড ড্রাগন কোম্পানির কোবরা (গোখরো) সাপের এই বিষ ছয়টি বয়ামে বাংলাদেশে আনা হয়। বিক্রির উদ্দেশে তারা ক্রেতা খুঁজছিল।