ডেস্ক রিপোর্ট(২১ জানুয়ারী):নাটোরের সিংড়া উপজেলার নিমাকদমা রাস্তায় মোটর সাইকেল ব্যারিকেট দিয়ে একটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা সিংড়া বাজারের মেসার্স সন্তোষ ট্রেডার্স এর মালিক ব্যবসায়ী সন্তোষ সাহার নিকট থেকে নগদ ১লক্ষ ৪৭হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ব্যবসায়ী সন্তোষ সাহা তেল,চিনি বিক্রয়ের টাকা নিয়ে আত্রাই থেকে সিংড়া আসার পথে ৩টি মোটর সাইকেল ট্রাকের পিছু নেয়, সন্ধ্যা ৭টার দিকে চৌগ্রামের নিমাকদমা রাস্তায় ব্যরিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এসময় ট্রাক চালক হায়দার আলীকে ডাকাতরা পিটিয়ে আহত করে। পরে সিংড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে ব্যবসায়ী সন্তোষ সাহার দাবী ট্রাক চালক হায়দার আলী এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
নিউজরুম