ব্যবসা ও অর্থনীতিডেস্ক(২১ জানুয়ারী):মাত্র তিন দিনের ব্যবধানে আবারও পাঁচ বছর আগের অবস্থানে নেমে এসেছে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারের বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। এর ফলে সূচকে নেতিবাচক প্রভাব পড়ায় দুই বাজারেই সূচক কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের ৮ জানুয়ারি ডিএসইতে ৮১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ২০১১ সালের ২০ জানুয়ারি এখানে ৬৮ কোটি টাকার লেনদেন হয়। তবে ওই দিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হওয়ার পর লেনদেন বন্ধ করা হয়েছিল। এ হিসাবে ২০১১ সালের ২০ জানুয়ারির লেনদেন বাদ দিলে আজকের লেনদেন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০ পয়েন্ট কমে ৪১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক পাঁচ পয়েন্ট বাড়লেও এরপর থেকে সূচক নিম্নমুখী হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম কমেছে, বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল, ইউনিক হোটেল, বেক্সিমকো, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, প্রাইম ব্যাংক, এনবিএল ও এসিআই ফরমুলেশন।
দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম কমেছে, বেড়েছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৩ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।
নিউজরুম