পৃথিবীর সর্বোচ্চ গাছের উচ্চতা ১১৫.৬ মিটার

0
205
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(২১ জানুয়ারী):পৃথিবীর সর্বোচ্চ গাছের উচ্চতা ১১৫.৬ মিটারউচ্চতা এর চেয়ে বেশি হয় না কেন? উত্তরে যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, এর চেয়ে উঁচুতে পুষ্টি সরবরাহ ব্যাহত হয়, তাই গাছ এর বেশি উঁচু হতে পারে না
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কারেন জেনসেন এবং ডেভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাসিয়েজ জিউয়েনিয়েসকি মোট এক হাজার ৯২৫টি প্রজাতির গাছের ওপর পরীক্ষা চালানওই গাছগুলোর পাতার দৈর্ঘ্য কয়েক মিলিমিটার থেকে শুরু করে এক মিটার পর্যন্ত হয়গবেষকেরা দেখতে পান, গাছের মূল থেকে কাণ্ডের মাধ্যমে পুষ্টি সরবারহ হয় গাছের শীর্ষ পর্যন্তএই পুষ্টি সরবরাহ করে ফ্লোয়েম কোষআর এই পুষ্টি সরবরাহ দ্রুততর করে গাছের পাতাকিন্তু গাছ যত লম্বা হয়, তার পাতা তত ছোট হতে থাকেতাই পুষ্টি সরবরাহ ব্যাহত হয়এমন সম্পর্কের কারণেই শত মিটারের বেশি গাছ খুব বেশি দেখা যায় না

 

নিউজরুম

 

শেয়ার করুন