কৃষি ডেস্ক(২১ জানুয়ারী): চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশে যে পরিমাণ কৃষিঋণ বিতরণ করা হয়েছে, তা বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতেদেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে ব্যাংকগুলো মোট ছয় হাজার ৪২০ কোটি৪৪ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। চলতি অর্থবছর ১৪ হাজার ১৩০ কোটি টাকারকৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
আবার ২০১১-১২ অর্থবছরেরএকই সময়ে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৭৩০ কোটি ৩০ লাখ টাকা।অর্থাৎ, এ বছরের প্রথম ছয় মাসে কৃষিঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায়১২ শতাংশ বেড়েছে।
তবে কৃষিঋণের এই হিসাব শস্যঋণ ও পল্লিঋণ উভয়ই অন্তর্ভুক্ত হয়েছে। ছয় মাসের ক্ষেত্রে এই দুই ধরনের পৃথক হিসাব এখনো পাওয়া যায়নি।
মাসওয়ারিবিবেচনায় এ বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে কৃষিঋণ বিতরণউল্লেখযোগ্য হারে বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়।নভেম্বর মাসে এক হাজার ২৩৩ কোটি ৯২ লাখ টাকা বিতরণ করা হলেও ডিসেম্বর মাসেতা বেড়ে হয়েছে এক হাজার ৮৫৮ কোটি ৭৬ লাখ টাকা। আর অক্টোবর মাসে এক হাজার৩৫ কোটি ২৩ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছিল।
অন্যদিকে গত অর্থবছরের ডিসেম্বর মাসে এক হাজার ৩৮০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছিল।
বাংলাদেশব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ঋণ বিতরণের তুলনায় বকেয়া ঋণআদায়ের পরিমাণ এখনো কিছুটা বেশি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক থেকেই এইপ্রবণতা পরিলক্ষিত হচ্ছে।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোবকেয়া ঋণ বাবদ সাত হাজার ৯১ কোটি ৩০ লাখ টাকা আদায় করেছে। আর গত অর্থবছরেরএকই সময় আদায় করেছিল ছয় হাজার ৪১৩ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ বকেয়া ঋণ আদায়বেড়েছে প্রায় ১০ শতাংশ।
অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ঋণ আদায়কিছুটা কমেছিল। কিন্তু ডিসেম্বর মাসে তা আবার বেড়েছে। অক্টোবর মাসে যেখানেএক হাজার ২৬৫ কোটি ৩৯ লাখ টাকার বকেয়া কৃষিঋণ আদায় করা হয়েছিল, সেখানেনভেম্বর মাসে তা নেমে আসে এক হাজার ১৭১ কোটি ৪১ লাখ টাকায়। আর ডিসেম্বরেআদায় করা বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৯৬৩ কোটি ৭১ লাখ টাকা।
নিউজরুম