আন্তর্জাতিক ক্রেতারা এখন বাংলাদেশমুখী

0
202
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতিডেস্ক(২১ জানুয়ারী):চট্টগ্রামে এক সেমিনারে বক্তারা বলেছেন, তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা এখন চীনের পরিবর্তে বাংলাদেশমুখী হচ্ছেন

 

বক্তাদের মতে, চীন তৈরি পোশাকশিল্প থেকে বিনিয়োগ হাইটেক বা উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে স্থানান্তর করায় বাংলাদেশের জন্য এমন সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছেখবর বাসস

 

চিটাগং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশন বা কাফেক্সো-২০১৩ উপলক্ষে গত শনিবার চট্টগ্রামের বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমানএতে বক্তব্য দেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের সভাপতি মোবাশ্বের হোসাইন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী
এতে বক্তারা পোশাকপল্লি স্থাপন, এই শিল্পের মাঝারি পর্যায়ে ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি, জাতীয় ভবন নির্মাণবিধি ও অগ্নি প্রতিরোধ আইন মেনে ভবন তৈরি করার ওপর গুরুত্বারোপ করেনতাঁরা বলেন, ‘তাজরীন ফ্যাশনসে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সতর্কতা ও নিরাপত্তার বিষয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন