বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ জানুয়ারী): সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা মাছসদৃশ একধরনের রোবট তৈরি করেছেন, যা পানির নিচে সাঁতার কাটে এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে।
মিশিগানবিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘গ্রেস’ নামে এ রোবট মাছ তৈরি করেছেন। গবেষকদেরদাবি, গ্রেস নামের এ রোবট মাছ হ্রদ বা নদীর তলদেশের বিভিন্ন তথ্য জানাতেপারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গবেষকেরাজানিয়েছেন, মাছ রোবটে ব্যবহূত বিভিন্ন সেন্সর পানির তাপমাত্রা ও গুণাগুণপরীক্ষা করতে পারে। এ রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সাঁতার কাটতে পারে। মাছেরঅনুকরণ করে পাখা ও লেজ নাড়িয়ে সাঁতার কাটতে পারে গ্রেস। বিভিন্ন সেন্সরেরসাহায্যে এ মাছ রোবট পানির নিচের প্রতিকূল পরিবেশের মধ্যেও সাঁতার কাটতেপারে।
এর আগে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা রোবোফিশনামের এক ধরনের মাছ রোবট তৈরি করেছিলেন, যা সমুদ্রের তলদেশের তথ্য জানাতেপারে। এ ছাড়া পানিদূষণ ও গোয়েন্দাগিরিতে ব্যবহার করা যায়—এমন রোবট নিয়েওকাজ করছেন গবেষকেরা।
প্রসঙ্গত, সুইজারল্যান্ডের গবেষকেরা পানির নিচেগোয়েন্দাগিরি করতে পারে, এমন রোবট কচ্ছপ তৈরি করেছেন। ‘ন্যানো-টারটারোগা’ নামের এ রোবট কচ্ছপকে গবেষকেরা বলছেন ‘পানির ড্রোন’।
নিউজরুম