mega.co.nz

0
194
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ জানুয়ারী): কিম ডটকম নামের ইন্টারনেট উদ্যোক্তা এবার নতুন ক্লাউডভিত্তিক ভাগাভাগি করেফাইল ব্যবহারের (ফাইল শেয়ারিং) নতুন ওয়েবসাইট চালু করেছেনগতকাল রোববারচালু হওয়া নতুন এ সাইটের নাম মেগা (https://mega.co.nz)গত বছরের জানুয়ারিমাসে কিমের জনপ্রিয় ফাইল শেয়ারিং মেগা-আপলোড সাইট কপিরাইট ভঙ্গের দায়েবন্ধ করে দেওয়া হয়বন্ধ রাখার পাশাপাশি অবৈধ ফাইল রাখার দায়ে কিম ডটকমকেগ্রেপ্তারও করা হয়নতুন সাইট চালুর ব্যাপারে কিম জানান, মেগাযুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করবে না
মেগায় থাকছে বেশ কিছু নতুনসুবিধাএর ব্যবহারকারীরা ক্লাউড-সুবিধার মাধ্যমে ফাইল এনক্রিপ্ট করে রাখারপাশাপাশি ক্রস-অ্যাকাউন্ট ফোল্ডার শেয়ার করতে পারবেনএর ফলে কেবলব্যবহারকারীরাই তাঁদের আপলোড করা ফাইলের তথ্য জানার সুযোগ পাবেনআরপ্রত্যেক ব্যবহারকারী ৫০ গিগাবাইট তথ্য বিনা মূল্যে অনলাইনে রাখার সুযোগপাবেন
মেগার এ সুবিধা নতুন ব্যবহারকারীদের জন্য বেশ চমকই নিয়ে এসেছেআর বর্তমানে প্রযুক্তি-বাজারে এ সেবা দেওয়া ড্রপবক্স ও মাইক্রোসফটেরস্কাইড্রাইভের সঙ্গে মেগা বেশ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেনপ্রযুক্তি-বিশেষজ্ঞরাচালুর পর থেকেই বর্তমানে মেগাতে নিবন্ধন করেছেনপ্রায় আড়াই লাখ ব্যবহারকারী

 

নিউজরুম

 

শেয়ার করুন