বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২১ জানুয়ারী): দেশে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে উন্নত প্রযুক্তির কম্পিউটার কেনার সুবিধাআনার ঘোষণা দিয়েছে গিগাবাইট। ২০ জানুয়ারি দুটি মডেলের থ্রি ইন ওয়ান প্যাকেজবাজারে আনার ঘোষণা দিয়েছে গিগাবাইট কর্তৃপক্ষ। এ প্যাকেজে রয়েছে একটিগিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়াল কোর প্রসেসর এবং একটি গ্রাফিকস কার্ড।প্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন এবং ডি৪২৫টিইউডি। তিন বছরেরবিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ছয় হাজার ৫০০ টাকা এবং ছয়হাজার ২০০ টাকা।
গিগাবাইট কর্তৃপক্ষের ভাষ্য, এ প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে উন্নত প্রযুক্তির ডেস্কটপ কম্পিউটার কেনা যাবে।
গিগাবাইটেরকান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান জানিয়েছেন, স্বল্প বাজেটের কারণেএখন আর নিম্নমানের কম্পিউটার কিনতে হবে না। সাশ্রয়ী দামে গিগাবাইটেরপ্যাকেজের মাধ্যমে উন্নত কম্পিউটার কেনার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।গিগাবাইটের নতুন মাদারবোর্ডে ব্যবহূত বিদ্যুত্সাশ্রয়ী ও আর্দ্রতা সুরক্ষাপ্রযুক্তি কম্পিউটারের উন্নত পারফরমেন্সের পাশাপাশি দীর্ঘ স্থায়িত্ব আনবে।
নিউজরুম