বিনোদন ডেস্ক(২১ জানুয়ারী): ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতার জামিল এবার চলচ্চিত্রেঅভিনয় করবেন। একটি নয়, প্রায় একই সঙ্গে দুটি চলচ্চিত্রে—কমল সরকার ও রাজীবসরকারের লাভ টোয়েন্টি ওয়ান এবং পি এ কাজলের চোখের দেখা। দুটির মধ্যে একটিরশুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে, অন্যটির আগামী মার্চে। জামিল জানান, এরই মধ্যে চলচ্চিত্র দুটির নির্মাতাদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।
জামিলবলেন, ‘“মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬” প্রতিযোগিতায় যখন অংশ নিয়েছিলাম, তখনই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি। এবার তা বাস্তব রূপ পাচ্ছে—এইঅনুভূতি বলে বোঝানো যাবে না।’
সম্প্রতি ‘মীরাক্কেল আক্কেলচ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতার জামিল, ইশতিয়াক ও সজল একটি নাটকে অভিনয়করেছেন। নাম শুঁটকির স্যুপ বেগুনের জুস। পরিচালক অনন্য ইমন। নাটকটিতেতাঁদের সঙ্গে অভিনয় করেছেন প্রভা।
নিউজরুম