বিনোদন ডেস্ক(২১ জানুয়ারী): বলিউডে এখন ক্লাবের নাম হরহামেশাই শোনা যায়—১০০ কোটি ক্লাব। যেসব ছবি ওইনির্দিষ্ট অঙ্কের টাকা ঘরে তুলছে, সেসব ছবিই ওই ক্লাবের সদস্য। আগামী ১ মেমুক্তি পাচ্ছে শুটআউট অ্যাট ওয়াদালা ছবিটি। ছবির প্রযোজক একতা কাপুরচাইছেন, নতুন আরেকটি ক্লাবে ঢুকবেন। ক্লাবের নাম হবে ২০০ কোটি ক্লাব। একতাবলেন, ‘আজকাল প্রায় প্রতিটি ছবিই ১০০ কোটি রুপি আয় করছে। তাই সময় এসেছেনতুন একটা “ট্রেন্ড” চালু করার। শুটআউট অ্যাট ওয়াদালা অনন্য একটি ছবি। আশাকরি, এ ছবি ২০০ কোটি রুপির ব্যবসা করবে।’ সঞ্জয় গুপ্ত পরিচালিত এ ছবিতেঅভিনয় করেছেন জন এব্রাহাম, কঙ্গনা রনৌত, তুষার কাপুর ও সোনু সুদ। হুসেইনজাইদির লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি।
নিউজরুম