স্পোর্টস ডেস্ক(২১ জানুয়ারী): আগের ম্যাচে অপরাজিত ছিলেন ১৮৫ রানে। এবার কোনো আক্ষেপ রাখলেন না নাজমুলহাসান। ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে রাজশাহীর ব্যাটসম্যান এবারকরেছেন অপরাজিত ২১৭! পরশু প্রথম দিনে ৫ উইকেটে ৩৩৪ রান তোলা রাজশাহী কাল১৯০ রানে গুটিয়ে দিয়েছে সিলেটকে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২০ রান করেছেরাজশাহী। প্রথম দিনে ঢাকা মহানগরকে ১০৭ রানে গুটিয়ে দেওয়া চট্টগ্রাম কাল ৬উইকেটে করেছে ৩১২। ১৩৫ রানে অপরাজিত ছিলেন সুমন। দ্বিতীয় ইনিংসে ঢাকা করেছে৬ উইকেটে ১০৯।
সাঈদ (১০৫*) ও মনিরুজ্জামানের (১০০*) জোড়া সেঞ্চুরিতেপ্রথম দিনে ৬ উইকেটে ৩৭৩ রান তোলা বিকেএসপি কাল ঢাকা উত্তরকে গুটিয়ে দিয়েছে২৬৫ রানে। মুনিম করেছেন ১০১, ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন মোসাবেক। বিকেএসপিদ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ৩২। প্রথম ইনিংসে ২৫৯ রান করা খুলনা কালনোমানের দুর্দান্ত বোলিংয়ে (৭/৩৪) রংপুরকে গুটিয়ে দিয়েছে ১০৪ রানে। দ্বিতীয়ইনিংসে রংপুর করেছে ২ উইকেটে ৬৯।
নিউজরুম