ঢাকা (২১জানুয়ারী) : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
তার কনস্টেবল নাম্বার ১২৮৩৩। তিনি ভোলার মনপুরার মৃত আব্দুল কাদেরের ছেলে।
সোমবার সকালে রমনার মৌচাক মার্কেটের পশ্চিম পাশের রাস্তায় এক গাড়ির ধাক্কায় তিনি আহত হন।
রমনা থানার এসআই আলতাফ হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করেন।
সোমবার সকাল ৭টায় ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানায়, মৃত ব্যক্তি রাজারবাগ থানায় কর্মরত ছিলেন।
বোনের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।