ঢাকা (২০জানুয়ারী) : বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত হওয়া ১৩ বাংলাদেশির লাশ আগামী মঙ্গলবার দেশে আসছে বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার রাত ৩টা ৫০ মিনিটে বাহরাইনের রাজধানী মানামা থেকে অ্যামিরেটস এয়ারলাইনসের দুটি ফ্লাইট (ইকে ৮৩৮ ও ইকে ৪৮৬০) বাহরাইন ত্যাগ করবে এবং পরের দিন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে ৫টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন লাশগুলো গ্রহণ করবেন এবং নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
নিহতের স্বজনদের লাশ দাফনের জন্য ৩৫ হাজার টাকাসহ প্রতি পরিবারকে ২ লাখ টাকা করে অনুদান দেবে সরকার।
উল্লেখ্য, ১১ জানুয়ারি বাহরানের রাজধানী মানামার মুখারকা এলাকার একটি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ বাংলাদেশি নিহত হয়।
নিউজরুম