সরকার এখনো একতরফা নির্বাচন করার স্বপ্ন দেখছে

0
208
Print Friendly, PDF & Email

নাটোর (২০জানুয়ারী) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে.(অব) মাহবুবুর রহমান বলেছেন, শেখ হাসিনার মহাজোট সরকার এখনো একতরফা  নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের সে স্বপ্ন সফল হবে না।

তিনি বলেন, ‘‘‌একতরফা নির্বাচনেরে স্বপ্ন বাস্তবায়ন করতেই তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ নেতাকর্মীদের  হয়রানিমূলক বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে।

রোববার দুপুরে দুলুর মুক্তির দাবিতে  নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নাটোরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাধারন সম্পাদক আমিনুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাতে নাটোর শহরের আলাইপুরে দুলুর বাড়ির সামনে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ দাসকে গুলি করে হত্যা মামলায় পুলিশ ওই রাতেই দুলুকে গ্রেফতার করে।

নিউজরুম

শেয়ার করুন