মামলা থেকে রেহাই চেয়ে হাইকোর্টে ফখরুলের আবেদন

0
141
Print Friendly, PDF & Email

ঢাকা (২০জানুয়ারী) : জামিন পাওয়ার পর সরকার যাতে আর কোনো মিথ্যা মামলায় না জড়ায়, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার হাইকোর্টের রিট দায়ের করেছেন।
বর্তমানে কারারুদ্ধ ফখরুল পিটিশনে বলেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য দায়ের করা মামলায় জামিন পাওয়ার পরও সরকার তাকে আরো কয়েকটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে।
তিনি বলেন, তিনি এসব মামলায় জড়িত না থাকা সত্ত্বেও সরকার তাকে মামলায় জড়িয়ে আইন ও সংবিধান লঙ্ঘন করেছে।
মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন সংবাদমাধ্যমকে বলেন, হাইকোট আগামীকাল আবেদনটির ব্যাপারে শুনানি করতে পারে।
গত ১৬ জানুয়ারি ফখরুলকে দুটি মামলায় জড়ানো হয়। এর ফলে ৯ মাসে ফখরুলের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ২২।

নিউজরুম

শেয়ার করুন