বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২০ জানুয়ারী): স্মার্টফোন বাজারে সাফল্য পেতে অ্যাপলের পথই অনুসরণ করবে সনি। অ্যাপলেরতৈরি আইফোনের মতো দামি স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশিব্যবসার পরিকল্পনার ক্ষেত্রেও অ্যাপলের পথে হাঁটার পরিকল্পনা করেছেজাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
যুক্তরাষ্ট্রেরলাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজোহিরাই অ্যাপলের পথ অনুসরণ করার এ ইঙ্গিত দিয়েছেন। অ্যাপলের ব্যবসাপরিকল্পনা অনুসরণ করার ইঙ্গিত দিয়ে ৫২ বছর বয়সী সনির প্রধান নির্বাহী কাজোহিরাই জানিয়েছেন, সনির স্মার্টফোন ব্যবসা বাড়াতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে।দামি স্মার্টফোন তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। শুধু অ্যান্ড্রয়েড-নির্ভরদামি স্মার্টফোন তৈরির পরিকল্পনাই করেছে সনি। ফলে দামি স্মার্টফোনের বাজারধরতেই প্রতিযোগিতা করতে হবে প্রতিষ্ঠানটিকে।
জাপানের প্রযুক্তি বিশ্লেষকইয়েদেকি সুডা জানিয়েছেন, স্মার্টফোনের বাজার ভবিষ্যতে আরও বাড়বে। আরএক্ষেত্রে সনির বড় সম্ভাবনা রয়েছে। অ্যাপলের মতো সফল হতে সনির কাছে অনেকউপাদানই রয়েছে।
প্রসঙ্গত, এবারের সিইএস মেলায় ‘এক্সপেরিয়া জেড’ নামে পানি রোধী স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি।
সনিরদাবি, স্মার্টফোনটি এক মিটার পানির নীচে আধঘণ্টা ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতিহয় না। ৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেমনির্ভর। স্মার্টফোনটি ময়লা হলে ধুয়ে ফেলাও যাবে।
পানি রোধীস্মার্টফোনটিতে এইচডিআর বা হাই ডায়নামিক রেঞ্জে ভিডিও করার সুবিধা যুক্তকরেছে সনি কর্তৃপক্ষ। এইচডিআর প্রযুক্তিটি সনি নির্মিত ক্যামেরায় ব্যবহূতহয়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও সনি ব্রাভিয়াটেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত করাহয়েছে। ০.৩ ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করবে।
স্মার্টফোনটির দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি সনি।
নিউজরুম