বিনোদন ডেস্ক(২০ জানুয়ারী): বলিউড তারকাদের আয় এখন আকাশচুম্বী। তবে তাঁদের কতজন তা অন্যকে সাহায্য করতেব্যয় করেন? সালমান খান কিন্তু তাঁদের ব্যতিক্রম। সম্প্রতি একটি টিভিচ্যানেলের সঙ্গে ৫০০ কোটি রুপির চুক্তি করেছেন সালমান খান। চুক্তি অনুযায়ীআগামী পাঁচ বছর সালমান খানের যত ছবি মুক্তি পাবে, তা এই চ্যানেলটি দেখাবে।আর এই আয়ের অনেকটাই সালমান ব্যয় করবেন তাঁর ‘বিয়িং হিউম্যান’ প্রতিষ্ঠানটিরকাজে। সম্প্রতি রেস্তোরাঁ আর হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এগুলোর আয় থেকে দরিদ্র মানুষদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।শুরুতে তিনি রেস্তোরাঁ চালু করবেন। এখান থেকে যে আয় হবে—তা হাসপাতাল তৈরিরকাজে ব্যয় করা হবে।
নিউজরুম