বিনোদন ডেস্ক(২০ জানুয়ারী): ২০০৮ সালে বলিউডের অভিনেতা শাহরুখ খানের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছিলজঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। সেই থেকে শাহরুখের নিরাপত্তা নিশ্চিতকরতে সব সময় তাঁকে পাহারা দিয়ে আসছিলেন মুম্বাই পুলিশের আটজন কনস্টেবল।শাহরুখের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আশঙ্কা না থাকায় সম্প্রতিতাঁর পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।
২০০৮ সালে শাহরুখসহ আরওতিনজন তারকার ওপর হামলা চালানোর হুমকি দিয়ে ভারতের কয়েকটি খবরের চ্যানেলেই-মেইল পাঠিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন। এর পরিপ্রেক্ষিতে দুই শিফটে আটজনকনস্টেবল শাহরুখকে সার্বক্ষণিক পাহারা দেওয়ার দায়িত্ব পান। ২০১০ সালেগোয়েন্দা সংস্থার প্রতিবেদনে শাহরুখের ওপর নতুন আরেকটি হামলার পরিকল্পনারকথা উল্লেখ করা হলে তাঁর পুলিশি নিরাপত্তা বহাল রাখা হয়। জানিয়েছেহিন্দুস্তান টাইমস।
এ ছাড়া গত বছর তত্কালীন পুলিশ প্রধান অরূপপাটনায়েকের কাছে শাহরুখের নিরাপত্তা হুমকি সংক্রান্ত একটি প্রতিবেদন পেশকরেছিলেন ডেপুটি পুলিশ কমিশনার প্রতাপ দীঘবকর। প্রতিবেদনে বলা হয়, শাহরুখএবং তাঁর ছেলে আরিয়ানের ওপর হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গি সংগঠনলস্কর-ই-তাইবা।
ওই প্রতিবেদন দাখিলের কয়েক মাস পর সম্প্রতি শাহরুখেরপুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের নিরাপত্তা হুমকির লক্ষণ পাওয়া গেলে শাহরুখের পুলিশিনিরাপত্তার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
নিউজরুম