স্পোর্টস ডেস্ক(২০ জানুয়ারী): যেকোনো মূল্যে প্রস্তাবিত টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সফল করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ, এই প্রতিযোগিতারসফল আয়োজনের ওপর নির্ভর করছে দেশটির ক্রিকেটের ভবিষ্যত্। পাকিস্তানেরনিরাপত্তা পরিস্থিতি কোন পর্যায়ে আছে, আদৌ ভবিষ্যতে কোনো দল পাকিস্তানেক্রিকেট খেলতে আসবে কি না, তার একটা খেরোচিত্র ফুটে উঠবে পিএসএলের মধ্যদিয়ে। পিসিবি তাই মরিয়া পিএসএলে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিতকরতে, সব অস্ত্র নিয়ে প্রস্তুত আয়োজনের যুদ্ধ জয়ে।
পাকিস্তানেরসিনিয়র ক্রিকেটাররাও পিএসএলকে দেশটির খেলাধুলার নতুন দিগন্তের উন্মোচনহিসেবেই দেখতে চান। পাকিস্তান ক্রিকেট দলের দুই অধিনায়ক মিসবাহ-উল হক ওমোহাম্মদ হাফিজ মনে করেন, পিএসএলের সফল আয়োজনের ওপর নির্ভর করছেপাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ।
‘পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যত্পিএসএলের ওপর নির্ভর করছে। নির্ভর করছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটফেরার ব্যাপারটিও।’ পাকিস্তানি দৈনিক ‘ডেইলি টাইমস’-এর সঙ্গে আলাপচারিতায়বলেছেন, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল হক।
মিসবাহ পিএসএলে বিদেশিক্রিকেটারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদেশি ক্রিকেটাররাপিএসএলে খেলতে এলে বাইরের দুনিয়া পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেনিশ্চিন্ত হতে পারবে। পাকিস্তানের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরারব্যাপারটিও ত্বরান্বিত হবে এতে।
পিএসএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণেরব্যাপারটিকে ‘অক্সিজেন’-এর সঙ্গে তুলনা করে মিসবাহ বলেন, ‘আমরা যদি বিদেশিক্রিকেটারদের আমাদের দেশকে নিরাপদ দেখাতে পারি, তাহলে সেটি পাকিস্তানেরক্রিকেটের জন্য অক্সিজেন হিসেবে কাজ করবে।’
টি-টোয়েন্টির অধিনায়কমোহাম্মদ হাফিজ অবশ্য পিএসএলকে আরও বড় দৃষ্টিকোণ থেকে দেখতে চান। তাঁরমতে, পিএসএলের সফল আয়োজন পাকিস্তানের গোটা ক্রীড়াজগেকই উপকৃত করবে।ক্রীড়াক্ষেত্রে উন্মোচন করবে নতুন দিগন্তের।
তিনি বলেন, পিএসএলের মধ্যদিয়ে পাকিস্তানি ক্রিকেটাররা আর্থিকভাবেও উপকৃত হবেন। ‘পাকিস্তানের ঘরোয়াক্রিকেটে অর্থ নেই—দীর্ঘদিন ধরে চলে আসা এই অভিযোগের একটি জুতসই সমাধানপিএসএলের মধ্য দিয়ে হবে বলে মনে করেন হাফিজ।
হাফিজের মতে, পিএসএলআয়োজিত হলেও এতে বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এব্যাপারে তাঁর বক্তব্য অনেকটাই মিসবাহ-উল হকের সঙ্গে মিলে যায়। তিনি বলেন, পিএসএল কেবল আয়োজিত হলেই হবে না, এতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণনিশ্চিত করতে হবে। কারণ, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ভবিষ্যতেপাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের বাধা দূর করতে সহায়তাকরবে।
তিনি বলেন, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করারজন্য পিসিবির উচিত পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের এর সঙ্গে সম্পৃক্তকরা। সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের সঙ্গে বিভিন্ন বোর্ডেরসম্পর্কের জের ধরে পিএসএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেপারবেন বলেই হাফিজের ধারণা।
নিউজরুম