স্পোর্টস ডেস্ক(২০ জানুয়ারী): সিডনিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের সবব্যবস্থা পাকা করে ফেলেছে শ্রীলঙ্কা। এখন ব্যাটসম্যানরা নিজেদের কাজটিঠিকমতো করতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রথম দল হিসেবে টানাদুটি ওয়ানডে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে মাহেলা জয়াবর্ধনের লঙ্কানবাহিনী। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস যে শেষ হয়েছে ২২২রানেই। ব্যাটিং অর্ডারে লেজের দিকে নামা মাইকেল স্টার্কের ব্যাট থেকে ৩৭বলে করা দারুণ এক ফিফটি না এলে শ্রীলঙ্কার কাজটা হয়তো আরও সহজ হয়ে যেত।
টসেজিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল যাচ্ছেতাই। আগের ম্যাচেরদুঃস্বপ্ন যেন ঘাড়ে সওয়ার হয়ে ছিল অসি ব্যাটসম্যানদের। কুলাসেকেরার বলেদিনেশ চান্দিমালের হাতে উইকেটের পেছনে ক্যাচ দেন হিউজেস। দলীয় ৪ রানেপ্রথম উইকেট হারিয়ে বিব্রত অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায় ৫০ রানে।অধিনায়ক মাইকেল ক্লার্ক শিকার হন সেই কুলাসেকেরার। এর অল্প পরেই লাসিথমালিঙ্গার বলে থিরামান্নের হাতে ডেভিড হাসি ক্যাচ দিলে বিপর্যয়ের মাত্রাটাআরও ভারী হয় তাদের।
৫৩ রানে ৩ উইকেট হারানোর পর ডেভিড ওয়ার্নারেরব্যাটের ঝলক আরও একটি লজ্জার পথে হাঁটা থেকে বিরত রাখে অসিদের। ওয়ার্নারেরকার্যকর ৬০ রান যেন ধূসর মরুভূমিতে একচ্ছত্র সবুজ হয়ে দেখা দেয়অস্ট্রেলিয়ার জন্য। ওয়ার্নারকে কার্যকর সঙ্গ দিচ্ছিলেন জর্জ বেলি। দলীয়৯৩ রানে তিনি আউট হন রঙ্গনা হেরাথের বলে থিসারা পেরেরার ক্যাচে পরিণত হয়ে।দলের রান যখন ১২৫, তখন ব্যক্তিগত ৬০ রান করে বিদায় নেন ওয়ার্নার।ওয়ার্নারকে এলবির ফাঁদে ফেলেন থিসারা পেরেরা।
ওয়ার্নার প্যাভিলিয়নেফিরলে ম্যাথু ওয়েড লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ না দিয়েমোয়েসেস হেনরিক খুব দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত আউট হয়ে যান মিচেলজনসনও। নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়ারও বড় স্কোর গড়ারস্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে।
অস্ট্রেলিয়াকে ২০০ রানের নিচে থামিয়েদেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কিন্তুমাইকেল স্টার্ক ইনিংসের শেষ পর্যন্ত লড়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ নিয়ে যানমোটামুটি সম্মানের জায়গায়। স্টার্ক ৩৭ বলে ৫২ রানে করে অপরাজিত থাকেন।তাঁর সঙ্গে এক কার্যকর জুটি গড়ে তোলেন ডোহার্টি। ডোহার্টি অপরাজিত থাকেন১০ রানে। স্টার্ক-ডোহার্টি জুটি শেষ তিন ওভারে ৩২ রান তুলে অস্ট্রেলীয়বোলারদের এনে দেন লড়াইয়ের কিছু অনুষঙ্গ।
শ্রীলঙ্কার ‘সেরা বোলার’ ছিলেন প্রায় সবাই। নুয়ান কুলাসেকেরার নামটি বিশেষভাবে নিতে হবে কার্যকরসময়ে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য। আর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেনিয়ে অস্ট্রেলিয়াকে প্রথমেই ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য। কুলাসেকেরারপাশাপাশি লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা ও রঙ্গনা হেরাথ—প্রত্যেকেই তুলেনেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২২২/৯ (৫০ ওভার)
ওয়ার্নার ৬০, স্টার্ক ৫২*
কুলাসেকেরা ৩/৩০, মালিঙ্গা ২/৩৩, হেরাথ ২/৩৭, থিসারা পেরেরা ২/৬৪
নিউজরুম