বিনোদন ডেস্ক(১৯ জানুয়ারী): বৃহস্পতিবার উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধনী অনুষ্ঠানেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মঞ্চে উঠেছিলেন বাংলাদেশসহ আরও দুই দেশেরতারকারা। বাংলাদেশের রুনা লায়লা, মমতাজ, জেমসের পাশাপাশি গান গেয়েছেনপাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম, নেচেছেন বলিউডের জ্যাকুলিনফার্নান্দেজ।
নিউজরুম