স্পোর্টস ডেস্ক(১৯ জানুয়ারী): প্রথম সেটের পঞ্চম গেমটা হেরে যাওয়ায় খানিকটা হতাশই দেখাল তাঁকে। সেটে তখনো৪-১-এ এগিয়ে। তার পরও মারিয়া শারাপোভার মন খারাপের কারণ কী? কারণটা বুঝতেহলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর আগের ফলগুলোও বুঝতে হবে আপনাকে।
প্রথমরাউন্ডে রুশ তারকা জিতলেন ৬-০, ৬-০ গেমে। দ্বিতীয় রাউন্ডেও একই ফল। টানাদুটো ম্যাচ জিতলেন একটিও গেম না হেরে। পর পর দুটো ‘ডাবল বেগল’। ১৯৮৫ সালেরপর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে টুর্নামেন্টে কারোর টানা দুটো ম্যাচ জয়এভাবে। শারাপোভা কাল এমন শুরু করেছিলেন, মনে হচ্ছিল ডাবল বেগলের হ্যাটট্রিককরেই থামবেন। প্রথম সেটে ৪-০ গেমে এগিয়ে গিয়ে হারলেন পঞ্চম গেমটা। শেষপর্যন্ত ম্যাচটি জিতেছেন ৬-১, ৬-৩ গেমে। সময় লেগেছে মাত্র ৭৬ মিনিট। এমন জয়কার বিপক্ষে? সাত সাতটি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস উইলিয়ামস! ৩২ বছর বয়সীভেনাসের শেষের দিনের ইঙ্গিত হয়তো দিয়েছে ম্যাচটি, একই সঙ্গে ২৫ বছর বয়সীনতুন শারাপোভার শুরুর পূর্বাভাসও কি নয়? মাত্র চারটি গেম হেরে চতুর্থরাউন্ডে ওঠার সর্বশেষ কীর্তিটা যে ছিল স্টেফি গ্রাফের, সেটিও ১৯৮৯অস্ট্রেলিয়ান ওপেনে।
নিজের সৌন্দর্যের কারণে অসংখ্যবার অপবাদ শুনতেহয়েছে, ‘ও আরেক আনা কুর্নিকোভা।’ খুব বেশি গ্র্যান্ড স্লাম জিতে নিন্দুকদেরপাল্টা জবাব দিতে পারেননি শারাপোভা। তবে ক্যারিয়ারের চারটি বড় শিরোপাইচারটি ভিন্ন ভিন্ন গ্র্যান্ড স্লামে। ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছেন। ওপেনযুগ শুরুর পর যে কীর্তি নারী-পুরুষ মিলিয়ে আছে মাত্র ১০ জনের। কিন্তু তাতেওকি আক্ষেপ ঘোচে? মাত্র ১৭ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লামটি জেতা শারাপোভাভালো করেই জানেন, এই পর্যায়ে তাঁর নামের পাশে চারটির বেশি শিরোপা থাকাউচিত ছিল।
এবার যেমন খেলছেন, সেটি ধরে রাখতে পারলে পাঁচ বছর পর আবারঅস্ট্রেলিয়ান ওপেন জিতবেন। কাল ডাবল বেগল না হলেও নিজের খেলা নিয়ে তৃপ্তিরকমতি ছিল না শারাপোভার, ‘আমরা দুজন দুজনের খেলাটা খুব ভালো করেই জানি।খেলার অনেকটাই আসলে নিজের দিক থেকেই, আপনি কেমন খেলছেন তার ওপর। সেই হিসেবেআমি ভালোই খেলেছি। আমরা ভাবনায় যা ছিল, যেটা আমি আজ করতে চেয়েছিলাম, তাকরতে পেরেছি।’
নিউজরুম