ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদ

0
186
Print Friendly, PDF & Email

স্টার্ফ রিপোর্টার: শুক্রবার সন্ধ্যায় সিংড়া পৌরসভার ২ন¤^র ওয়ার্ডের দমদমা সুইচগেট চত্ত¡রে কথিত তৃণমূল বিএনপির নেতৃত্বে জনসভা অনুিষ্ঠত হয়স্থানীয় ওয়ার্ড বিএনপির অনুপস্থিতিতে কথিত কয়েকজন নামধারী বিএনপির নেতৃত্বে জনসভা আহবান করায় স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে চা স্টলের লোকজনের মধ্যে ধুম্যজাল সৃষ্টি হয়েছেতৃণমূল বিএনপি বলে বিএনপির কোন সংগঠন নেই বলে জানিয়েছেন উর্ধ্বতন নেতৃবৃন্দ

 

সভায় আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ

 

এবিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও স্থানীয় বাসিন্দা,থানা যুবদল নেতা রায়হান কবিরসহ একাধিক নেতৃবৃন্দ জানান, স্থানীয়  বিএনপিসহ, যুবদল, ¯^চ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে না জানিয়ে জনসভা করায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছেআর যাদের নেতৃত্বে করা হয়েছে তাদের বিএনপির সাথে সংশ্লিষ্টতা নেই বললেই চলেএতে আগামীতে বিএনপির আন্দোলন ও সংগ্রাম বাধাগ্রস্ত হবে মন্তব্য করেন তারাওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম আজম জানান, অত্র ওয়ার্ডের বিএনপির ত্যাগী নেতাকর্মীরা জনসভা বয়কট করেছেকিছু স্থানীয় আওয়ামীলীগ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে সভা করা হয়েছেআমরা ওয়ার্ড বিএনপিসহ এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ করছিতাছাড়া বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তৃণমূল বিএনপির ব্যানারে সভা করায় বিস্ময় প্রকাশ করেছেন

 

এব্যাপারে শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক শামিম আল রাজির কাছে মোবাইলে জানতে চাওয়া হলে তিনি বলেন, তৃণমূল বিএনপি বলে কোন বিএনপি নেইচলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করতে কিছু দলছুট ব্যাক্তি সরকারের এজেন্ট হিসাবে এই কাজ করছে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন