যুদ্ধাপরাধীদের জানোয়ারের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

0
128
Print Friendly, PDF & Email

ঢাকা (১৯জানুয়ারী) : যুদ্ধাপরাধীদের জানোয়ারের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ঘাতক দালাল নির্মুল কমিটির (ঘাদানিক) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে ধানমণ্ডিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ তুলনা করেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীরা জানোয়ারের সমান। জানোয়ারদের বিরুদ্ধে লড়াই করতে যেমন নিরপেক্ষতা বজায় রাখা যায় না, তেমনি যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেওয়া যায় ‍না।”

যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখতে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেওয়ারও আহবান জানান তিনি।

 “বিদেশি কোনো জাতি যুদ্ধাপরাধীদের বিচার রুখতে সরকারকে টলাতে পারবে না” বলেও এ সময় মন্তব্য করেন দীপু মনি।

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “খালেদা জিয়া ঘোমটা খুলে, মেক আপ তুলে যুদ্ধাপরাধীদের রুখতে রাস্তায় নেমেছেন। তিনি ১৪ দলের ঐক্য রক্ষার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “যুদ্ধাপরপরাধীদের বিচারের পরিপূর্ণতায় শুধু ট্রাইব্যুনালের রায়ই যথেষ্ট নয়। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে ১৪ দলীয় জোটে আরও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের পক্ষে কোটি কোটি টাকা খরচ করে প্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।”

নিউজরুম

শেয়ার করুন