টাঙ্গাইল (১৯জানুয়ারী) : টাঙ্গাইল পৌর এলাকায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ নেতারা এ হরতালের ডাক দেন।
এসময় নেতারা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কলেজ পাড়ায় টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক মূলস্রোত পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে (৬০) তার নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয়।
নিউজরুম