‘বলি বা কোরবানি’ ছাড়া পদ্মাসেতু হবে না: সুরঞ্জিত

0
134
Print Friendly, PDF & Email

সিলেট (১৯জানুয়ারী) : পদ্মাসেতু নিয়ে সকালে আশার বাণী শুনিয়েছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুর গড়ানোর আগেই দপ্তরবিহীন মন্ত্রী বললেন, ‘বলি বা কোরবানি’ ছাড়া পদ্মাসেতু হবে না। বলি দিলে পদ্মাসেতু সম্পূর্ণ না হলেও অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে।”

এর আগে সকালে সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন,  “ফেব্রুয়ারিতে অর্থায়ন সম্ভব হবে পদ্মাসেতুতে।”দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে ঘুড়ি উৎসবে এসে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘‘ঈদের আগে যেমন কোরবানি করতে হয়, তেমনি একটি ‘কোরবানি বা বলি’ দিলে পদ্মাসেতু না হলেও অন্তত এর ভিত্তি প্রস্তর স্থাপন হবে।”

এসময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার, অন্তবর্তীকালীন সরকার, না জমির উদ্দন সরকার, না খোলা সরকার, না বুদ্ধিমানের সরকার, না বোকার সরকার; কোনো সরকার নির্র্বাচন করে না। নির্বাচন করে নির্বাচন কমিশন।’’

সুরঞ্জিত বলেন, ‘‘তাই জাতির এখন প্রয়োজন নিরপেক্ষ স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন। যার কাছে জাতি আস্থা রাখতে পারে। সকলের আশা পূরণের জন্য যিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন।’’

বিএনপির প্রতি নি:শর্ত আহবান জনিয়ে দপ্তরবিহীন এই মন্ত্রী আরো বলেন, “শর্তহীন হয়ে পার্লামেন্টে আসুন। মুখে বলবেন অবাধ সুষ্ঠ নির্বাচন আর বেনামে যুদ্ধাপরাধী বাঁচানোর আন্দোলন করবেন তা হবে না।” “আমারও অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন চাই বলে মন্তব্য করেন সুরঞ্জিত।

নিউজরুম

শেয়ার করুন