সিলেট (১৯ জানুয়ারী) : পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে এখনও আশাবাদী যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পদ্মাসেতু নিয়ে জনগণ আর কোনো কথা শুনতে চায় না। জনগণ বিরক্ত হয়ে গেছে। ফেব্রুয়ারির মধ্যে যেভাবেই হোক এর অর্থায়ন হবে।
শনিবার সকালে সিলেটের সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গেলে সাংবাদিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পদ্মাসেতুর বিকল্প অর্থায়নের ব্যবস্থা রয়েছে। আপাতত কৌশলগত কারণে তিনি তা বলছেন না। তবে এপ্রিলের মধ্যে এর অর্থায়ন সম্ভব হবে।’’
এসময় যোগাযোগ মন্ত্রী চলতি বছরের অক্টোবরের মধ্যে কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নিদের্শ দেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, “অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে কাজিরবাজার সেতু ও সিলেট-সুনামগঞ্জ সড়কের সুনামগঞ্জ সেতু উদ্বোধন করবেন। এজন্য কাজ এগিয়ে চলছে। অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে।’’
নিউজরুম