সিংড়ায় জাল টাকাসহ এক যুবক আটক

0
172
Print Friendly, PDF & Email

সিংড়া (নাটোর ) প্রতিনিধি:সোমবার সিংড়া বাজারের বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ীর দোকানে শেখ মুজিবুর রহমানের ছবি স¤^লিত পাঁচশ টাকার জাল নোট খুচরা করার সময় শাহাদত হোসেন (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতাআটক যুবক উপজেলার দেওগাছা গ্রামের মোশলেম প্রমানিকের ছেলে বলে জানা গেছে

 

স্থানীয় লোকজন জানায়, সোমবার সকাল থেকে ওই যুবক বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ছোট খাট জিনিস ক্রয় করে পাঁচশ টাকার জাল নোট খুচরা করেপরে দুপুরে আব্দুস সাত্তার নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর দোকানে ৩০টাকার মোজা ক্রয় করে পাঁচশ টাকার জাল নোট দেয় এবং তার কাছে কোন খুচরা টাকা নেই জানায়এতে দোকান্দারের সন্দেহ হলে তার শরীর তল্লাসী করে ২টি পাঁচশ টাকার জাল নোটসহ অনেক খুচরা টাকা পাওয়া যায়পরে ওই যুবককে থানায় সোপর্দ করা হয়

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন