ব্যবসা ও অর্থনীতিডেস্ক(১৬ জানুয়ারী): সংগীত-বাণিজ্যে ৯২ বছরের ঐতিহ্যের অধিকারী রেকর্ড বিক্রেতা প্রতিষ্ঠানএইচএমভি (হিজ মাস্টার্স ভয়েস) নতুন ঋণ পেতে ব্যর্থ হয়ে নিজেদের দেউলিয়াঘোষণা করেছে। এইচএমভির পরিচয় বহন করে থাকে লং প্লে রেকর্ড প্লেয়ারেরসামনে মগ্ন হয়ে বসে থাকা একটি কুকুর।
বিশ্বের নামীদামি শিল্পীদের গানবা বাজনার রেকর্ড প্রকাশ করে খুচরা পর্যায়ে বিক্রি করাই ছিল এইচএমভিরব্যবসা। কিন্তু ইন্টারনেটের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সময়মতো তার ব্যবসাররূপান্তর ঘটাতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছরধরেই সংকটের মধ্যে ছিল।
গত সোমবার এইচএমভির পরিচালকেরা এক বিবৃতিতেজানান, তাঁরা প্রশাসক নিয়োগ করছেন, যাঁরা প্রতিষ্ঠানটি বিক্রি অথবাগুটিয়ে ফেলার কাজে হাত দেবেন। যুক্তরাজ্যে এইচএমভির ২৫০টির বেশি দোকানেপ্রায় সাড়ে চার হাজার কর্মচারী কাজ করেন, যাঁদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
বাজার-বিশ্লেষকেরাবলছেন, সংগীত ও চলচ্চিত্রের প্রায় ৭৬ শতাংশ লেনদেন এখন হয় অনলাইনে এবংভোক্তারা হয় তা ইন্টারনেট থেকে নামিয়ে নেন, নয়তো সিডি বা ডিভিডিরকার্যাদেশ দিয়ে থাকেন। আর এই অনলাইন ব্যবসায় এগিয়ে আছে আমাজন বা আইটিউন।
১৯২১ সালে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে একটি দোকানের মাধ্যমেযাত্রা শুরু করে এইচএমভি। গতকাল মঙ্গলবার এইচএমভির শেয়ারের লেনদেনও বন্ধকরে দেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ।
ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশেকলের গান নিয়ে আসে এইচএমভি। গ্রামোফোন রেকর্ড কোম্পানি থেকে বিভিন্নশিল্পীর লং প্লে বের হতে থাকে। এর মধ্য দিয়ে বাংলাদেশে এইচএমভির নাম ওপরিচিতি ছড়িয়ে পড়ে
নিউজরুম