আর্ন্তজাতিক ডেস্ক(১৬ জানুয়ারী): কাশ্মীর সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নীরবতা ভেঙেছেন ভারতেরপ্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি গতকাল মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করেবলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক চলতে পারেনা’।
গত সপ্তাহে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুইদেশের সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা গুলিবিনিময় হয়। এ সময় উভয় পক্ষেহতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের এক সেনার শিরশ্ছেদ করেনিয়ে গেছে পাকিস্তানি সেনারা।
ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রমসিংয়ের আমন্ত্রণে গতকাল নয়াদিল্লিতে আর্মি ডের এক অনুষ্ঠানেপ্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ল্যান্স নায়েক হেমরাজের শিরশ্ছেদ করেনেওয়ার মতো ‘নৃশংস ঘটনায়’ যে-ই দোষী হোন না কেন, তাঁর বিচার করতে হবে।পাকিস্তান বিষয়টি উপলব্ধি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বয়স্কপাকিস্তানিদের (৬৫ বছরের বেশি বয়সী) ভারত ভ্রমণের ভিসা চালু করা নিয়েসাংবাদিকদের এক প্রশ্নের প্রতিক্রিয়ায় মনমোহন এসব কথা বলেন।
বয়স্কপাকিস্তানিদের ভ্রমণ ভিসা দেওয়া শুরু করছে ভারত: ভারত ভ্রমণে আগ্রহীবয়স্ক পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে নয়াদিল্লি। দুইদেশের মধ্যে ভ্রমণ সহজীকরণের লক্ষ্যে এক ঐতিহাসিক চুক্তির আওতায় দেশটি এব্যবস্থা নিচ্ছে।
এই ব্যবস্থার আওতায় ৬৫ বছরের বেশি বয়সী পাকিস্তানিনাগরিকেরা ওয়াগা সীমান্ত ক্রসিং হয়ে ভারতে প্রবেশের অনুমতি পাবেন।ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নে গৃহীত উদ্যোগের একটি অংশহলো এই পদক্ষেপ।
২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুইপক্ষের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারতের এই পদক্ষেপ গ্রহণের মধ্যেইসম্প্রতি বিতর্কিত কাশ্মীর সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে নতুন করেউত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশেরগুলিবিনিময়ের ঘটনায় দুজন ভারতীয় ও দুজন পাকিস্তানি সেনাসদস্য নিহতহয়েছেন।
প্রতিবেশী দেশ দুটির মধ্যে গত বছরের সেপ্টেম্বরে সই হওয়া ওইচুক্তির আওতায় সর্বোচ্চ ৪৫ দিন মেয়াদে ভারত এই ভিসা দিচ্ছে। গতকালমঙ্গলবার থেকেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা। ভিসাধারীরা লাহোরের কাছেওয়াগা সীমান্ত ক্রসিং দিয়ে পায়ে হেঁটে ভারতে ঢোকার অনুমতি পাবেন।
ভারতনিয়ন্ত্রিতকাশ্মীর, পাঞ্জাব, কেরালা ও প্রবেশ-নিষিদ্ধ কয়েকটি এলাকা ছাড়া সর্বোচ্চযেকোনো পাঁচটি স্থানে ভ্রমণ করতে পারবেন এই ভিসাধারীরা। একজন ব্যক্তি বছরে এধরনের কেবল দুটি ভিসা পাবেন। ভারতে প্রবেশের পর পুলিশের কাছে তাঁদের কোনোপ্রতিবেদন দাখিল করতে হবে না, যদিও এটি অধিকাংশ পাকিস্তানি ভ্রমণকারীদেরজন্য বাধ্যতামূলক। এএফপি, পিটিআই ও বিবিসি।
নিউজরুম