ফেসবুকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ রেখে দিতে পারেন

0
152
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৬ জানুয়ারী): ফেসবুকে আপনার বিভিন্ন তথ্য ইচ্ছা করলে ব্যাকআপ নিয়ে রাখতে পারেনঅনেকসময়ই ফেসবুকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়এতে করে নিজের অনেক ছবি, তথ্যওহারিয়ে যায়নিজের গোপনীয় তথ্য, ছবি ব্যাকআপ করে রাখলে এসব তথ্য হারাবেনাতাই ফেসবুকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ রেখে দিতে পারেন
সাধারণতছবি, ভিডিও, ওয়াল পোস্ট, বার্তা, বন্ধুর তালিকা ইত্যাদি ব্যাকআপ রাখতেপ্রথমে Account Settings page-এ যানএবার এর পাশের Download a copy-ক্লিক করুনডাউনলোড বাটনে ক্লিক করার পর ফেসবুক কর্তৃপক্ষ একটি ই-মেইলপাঠাবে আপনার ই-মেইলে (যে মেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে)তাতে লেখা থাকবে, আপনার তথ্যগুলো নামানো হয়ে গেলে (ডাউনলোড) একটিনোটিফিকেশন পাবেনআপনার নামানো তথ্যগুলো জিপ ফাইল আকারে ডাউনলোড হবেফাইলে পাবেন আপনার বৃত্তান্তের তথ্য, ওয়াল পোস্টগুলো, আপনার ও বন্ধুদেরছবি, বন্ধু তালিকা, বার্তা ইত্যাদিআপনার অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ ইতিহাসপেতে expanded archive-এ ক্লিক করতে হবে

 

নিউজরুম

 

শেয়ার করুন