স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম

0
176
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(১৬ জানুয়ারী): বাজারে আসছে জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম ফায়ারফক্সচালিত স্মার্টফোনওয়েবসাইট দেখার জনপ্রিয় এই সফটওয়্যারটি এবার তৈরি করেছে স্মার্টফোনেরজন্য অপারেটিং সিস্টেম (ওএস)আর ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন চলতিবছরেই বাজারে আসছে বলে জানা গেছেস্মার্টফোন বাজারে নিয়ে আসছে জেডটিইসম্প্রতি এ তথ্য জানিয়েছেন জেডটিইর প্রধান নির্বাহী চেং লিক্সিন
বর্তমানেবাজারে শীর্ষে থাকা অ্যান্ড্রয়েডচালিত ফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকরতেই ফায়ারফক্স ওএস-চালিত নতুন স্মার্টফোন বাজারে আসছে বলে জানা গেছেবিষয়ে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নির্মাতা মজিলা ফাউন্ডেশনের ভাইসপ্রেসিডেন্ট জে সুলিভান বলেন, ‘ফায়ারফক্স ওএস-চালিত ফোনের প্রতি ইতিমধ্যেবিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ দেখা গেছেআশা করছি, খুব শিগগিরই নতুন এস্মার্টফোন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরানতুন ফায়ারফক্স ওএসতৈরিতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ও টিসিএল কমিউনিকেশন টেকনোলজিরসঙ্গে মজিলা কাজ করছে বলেও জানান তিনি
নতুন ওএস-চালিত স্মার্টফোনটি দাম কেমন হবে এ বিষয়ে কিছু জানা যায়নিএ জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন

 

নিউজরুম

 

শেয়ার করুন