বিজ্ঞাপন অংশ নিচ্ছি না

0
125
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(১৬ জানুয়ারী): রাখি, আপনি কি ব্যস্ত?
হ্যাঁ, একটা বিজ্ঞাপনের বিষয়ে কথা বলছিলামসময়ের অভাবে এখন করতে পারব নাকিন্তু নির্মাতাপ্রতিষ্ঠান ছাড়ছে নাএতক্ষণ ধরে এটাই বোঝাচ্ছিলাম
আর কী নিয়ে ব্যস্ততা?
পরীক্ষা চলছেএবার আমি লেভেলে চূড়ান্ত পরীক্ষা দিচ্ছি
তাহলে শুটিং?
এইমূহুর্তে নাটক, বিজ্ঞাপনের কোনো শুটিংয়ে আমি একেবারেই অংশ নিচ্ছি নাযেধারাবাহিকগুলোর প্রচার চলছে, সেগুলোর নতুন প্রান্তিকের শুটিং শিডিউলওপরীক্ষার কারণে পরিবর্তন করে নিয়েছি
আজ তো আপনার অভিনীত লাভ মি ইউ, লাভ ইউ নটনাটকটি চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হবে…
হ্যাঁ, এটি ছয় পর্বের খণ্ড ধারাবাহিকগত কোরবানির ঈদে প্রচারিত হয়েছিল
কিন্তু অনেকে বলছেন, আপনি ধারাবাহিক নাটকে অভিনয় করতে আগ্রহী ননসত্যি কি?
আমারমনে হয় এখনকার বেশির ভাগ ধারাবাহিকই গতানুগতিকআমি চাই এমন ধারাবাহিকেকাজ করব, যাতে সবাই আমাকে চিনবেবিজ্ঞাপন কিংবা এক ঘণ্টার নাটকে অভিনয়করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করিএক ঘণ্টার নাটকে নিরীক্ষা করা যায়
এর বাইরে তো আপনাকে উপস্থাপনা করতেও দেখা যাচ্ছে…
হ্যাঁ, ভালো দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছিতবে আমি উপস্থাপক হতে চাই নাআরটিভিতে লাক্স গ্ল্যামার ডটকম আর রিয়েলিটি শো ইমামি ফেয়ার অ্যান্ডহ্যান্ডসাম চ্যানেল আই-হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান নামে আরেকটিঅনুষ্ঠানের উপস্থাপনা করছিঅনুষ্ঠানটি নিয়ে সারা দেশ ঘুরছিদেশের বাইরেওঅনুষ্ঠানটি ধারণ করা হবে

 

নিউজরুম

শেয়ার করুন