বিনোদন ডেস্ক(১৬ জানুয়ারী): জানুয়ারির ২০ তারিখে দেওয়া হবে বলিউডের অন্যতম বড়অ্যাওয়ার্ড—ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১২। সোমবার এক জমকালো পার্টির মধ্যদিয়ে ঘোষণা করা হলো অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা। অনুরাগ বসুর বারফিপেয়েছে নয়টি বিভাগে মনোনয়ন। তার মধ্যে আছে সেরা ছবি, সেরাঅভিনেতা-অভিনেত্রী এবং সেরা পরিচালকের মনোনয়নও। সদ্য প্রয়াত যশ চোপড়ারজব তক হ্যায় জানও আছে বারফির কাছাকাছি। সাতটি বিভাগে লড়াই চালাবে শাহরুখখান অভিনীত এই ছবি। সেরা অভিনেতার দৌড়ে শাহরুখ ও রণবীর কাপুরের সঙ্গে আছেনহূতিক রোশন (অগ্নিপথ), ইরফান (পান সিং তোমার), মনোজ বাজপেয়ি (গ্যাংগস অবওয়াস্যেপুর) এবং সালমান খান (দাবাং টু)। আর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেসেরা অভিনেত্রীর তালিকায় আছেন দীপিকা পাড়ুকোন (জব তক হ্যায় জান) কারিনাকাপুর (হিরোইন), পরিণীতি চোপড়া (ইশাকাজাদে), শ্রীদেবী (ইংলিশ ভিংলিশ) এবংবিদ্যা বালান (কাহানি)। আইএএনএস।
নিউজরুম