রুপসীবাংলা ডেস্ক: : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপিপন্থী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব জিলানী (তালা প্রতীক) বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিএনপিপন্থী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব জিলানী (তালা প্রতীক) ২,৭৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে খোরশেদ আলম খোকা (আনারস) পেয়েছেন ২,৫৭৭ ভোট, মোস্তফা হোসেন বাচ্চু (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২,৫৫৯ ভোট এবং মো. মিজানুর রহমান মজুমদার বুলবুল (গরুর গাড়ি) পেয়েছেন ১,৭৮৮ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থী ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সমর্থিত একজন চেয়ারম্যান প্রার্থী অংশ নেয়।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২,৬৮১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬,০৯২ ও নারী ভোটার সংখ্যা ৬,৫৮৯ জন।
এ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার কামরুল হাসান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে প্রায় ৭৮ ভাগ ভোট প্রয়োগ করেছে ভোটাররা। এ উপ-নির্বাচনে মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদ আলী মারা যান। শুন্যপদ পূরণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিউজরুম