তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

0
119
Print Friendly, PDF & Email

ঢাকা (১৪জানুয়ারী) : তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ছাড়েন। বিকেল ৩টা ১০ মিনিটে বিমানটি মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর এ সফরে রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলার (৮ হাজার কোটি টাকা) মূল্যের অস্ত্র কেনা হবে।

প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময় ক্রেমলিনে হাসিনা-পুতিন শীর্ষ বৈঠক শেষে এ বিষয়ে চুক্তি সইয়ের কথা রয়েছে। মঙ্গলবার মস্কোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক বৈঠক হবে।

এ সফরে, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার, সন্ত্রাসবিরোধিতা, পারমাণবিক কেন্দ্র স্থাপনের জন্য সর্বোচ্চ ৫০ কোটি ডলার ঋণগ্রহণ চুক্তি সম্পর্কিত এমওইউ সই হবে।

চুক্তির মধ্যে অন্যতম হচ্ছে- রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রাক-কাঠামো নির্মাণ বিষয়ে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি, ১০০ কোটি ডলারের সামরিক অস্ত্র ক্রয় সম্পর্কিত ঋণ চুক্তি ও বঙ্গবন্ধু নভোথিয়েটারে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক শক্তি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা বিষয়ক চুক্তি।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে এসব কাজ সম্পন্ন করার জন্য মোট ২০০ কোটি ডলার ঋণ দেবে রাশিয়া।

প্রসঙ্গত, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মস্কো সফরের পর এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

নিউজরুম

শেয়ার করুন