হাওয়া ভবনে গিয়েছিলেন এনএসআইয়ের ডিজি

0
185
Print Friendly, PDF & Email

ডেস্ক রির্পোট (১৩জানুয়ারী) ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) থেকে হাওয়া ভবনে গিয়েছিলেন। তিনি সে সময় ওই হাসপাতালে ভর্তি ছিলেন। আজ রোববার এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার মো. ইউসুফ হোসেন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এ কথা বলেন।
ইউসুফ হোসেনকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের ৬৬ নম্বর সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরুদ্দিন তাঁর সাক্ষ্য নেন। পলাতক ১০ আসামির পক্ষে তাঁকে জেরা করা হয়। কাল সোমবার বাকি সাক্ষীদের জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ মানুষ।

নিউজরুম

শেয়ার করুন