রুপসীবাংলা ডেস্ক, (১৩জানুয়ারী) : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা দেশটির রাজনৈতিক দলগুলোকে এক সাথে বসেই নির্ধারণ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের গণতন্ত্র অুন্ন থাকুক। দেশটির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো হস্তপে করবে না। তবে চাইলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক ধরে রাখতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
নিউজরুম