রাশিয়ার কাছ থেকে ৮ হাজার কোটি টাকার অস্ত্র কেনা হবে: দীপু মনি

0
161
Print Friendly, PDF & Email

ঢাকা (১৩জানুয়ারী) : পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাশিয়ার কাছ থেকে ১০০ কোটি ডলার (৮ হাজার কোটি টাকা) মূল্যের অস্ত্র কেনা হবে। প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে এসংক্রান্ত সই হবে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

দীপু মনি বলেন, “১৪, ১৫ ও ১৬ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফর করছেন। এ সফরে ৬টি এমওইউ (সমঝোতা স্মারক) ও দু’টি চুক্তি সই হবে।”

তিনি জানান, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার এবং সন্ত্রাসবিরোধী সম্পর্কিত এমওইউ হবে। চুক্তি হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সামরিক অস্ত্র কেনা নিয়ে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী রাশিয়ার উদ্দেশে রওনা হবেন বলে জানান মন্ত্রী। ১৭ জানুয়ারি তিনি ঢাকা ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজীনা ও ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। তারা দুইজনই দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন