পাংশায় বিএনপি নেতা সাত্তারকে পিটিয়ে হত্যা

0
402
Print Friendly, PDF & Email

রাজবাড়ী (১৩জানুয়ারী) : জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকাল ১০টায় রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতা আব্দুস সাত্তার প্রামাণিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার প্রতিপক্ষ।
     
তিনি বাহাদুরপুর ইউনিয়নের মৃত পলু প্রামাণিকের ছেলে ও বাহাদুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি লিয়াকত আলী খান জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বলরামপুর গ্রামের মৃত হবি মোল্লার ছেলেরা ছাত্তারের জমি দখল করার পাঁয়তারা করে আসছিল।
 
সকালে পদ্মা নদীর তীরে নৌকা থেকে কাঠ নামানোর সময় হবি মোল্লার ছেলে আনোয়ার মোল্লা, আলী হোসেন, আনিস মোল্লা, নাছির মোল্লা, শওকত প্রামাণিকের ছেলে নাছির প্রামাণিক, গোপিনগর গ্রামের আনতাজ শেখের ছেলে সুমন শেখ ও গনি বিশ্বাসের ছেলে সোলেয়মান শেখ টেনে হিঁচড়ে নিয়ে আসে ছাত্তারকে।

সেখানে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করলে ও গলার মাফলার ধরে টানাটানি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, হত্যায় জড়িতরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজরুম

শেয়ার করুন